Nightsky ئاپەکان

রমযান মাস রহমতের মাস 0.0.1
Nightsky
মাহে রমজানে আল্লাহ তাআলা এত অধিকরহমত-বরকতনাজিল করেন যে এতে বান্দার কৃত গুনাহ ও পাপ জ্বলে-পুড়ে ছাইহয়েযায়। এ মাসে আল্লাহর সব সৃষ্টি তাঁর অশেষ রহমতের পাশে ধন্য হয়।এনিয়ামতপূর্ণ মোবারকময় মাসে পরম করুণাময়ের অপার রহমতের দরজাতাঁরনেক বান্দাদের জন্য খুলে যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,‘তোমাদেরসামনে রমজান মাস উপস্থিত। এটা অতিশয় রহমত-বরকতপূর্ণ মাস। এমাসেররোজা আল্লাহ তোমাদের ওপর ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজাউন্মুক্তহয়ে যায়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং এ মাসেবড় বড়শয়তানকে আটক করে রাখা হয়। এ মাসে এমন একটি রাত আছে, যা হাজারমাসঅপেক্ষা উত্তম। যে লোক এ রাতের মহাকল্যাণ লাভ থেকে বঞ্চিত থাকল,সেপ্রকৃতই সবকিছু থেকে বঞ্চিত। আল্লাহ পাক রমযান মাসের রোজা ফরযকরেছেনএবং এর রাতগুলোতে আল্লাহর সামনে দ-ায়মান হওয়াকে নফলইবাদতরূপেসুনির্দিষ্ট করেছেন। হাদীস শরিফে উল্লেখ করা হয়েছে, যেব্যক্তি এ রাতেআল্লাহর রেজামন্দি, সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশেকোনো ওয়াজিব,সুন্নাত বা নফল আদায় করবে, তাকে এর জন্য অন্যান্য সময়েরফরযইবাদততুল্য সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরযআদায়করবে, সে অন্যান্য সময়ের সত্তরটি ফরয ইবাদতের সমান সওয়াব লাভকরবে। এমাস ধৈর্য তিতিক্ষা ও সবরের
ঈদের দিনের আমল 0.0.2
Nightsky
ঈদকে একটি পবিত্র উৎসব হিসেবে পালন করতে হবে। এরসুন্নত তরিকা হলো ঈদের নামাজের আগে গোসল করে নেয়া, ভালো পোশাক পরেআতর-সুগন্ধি মেখে ঈদগাহে যাওয়া, সদকায়ে ফিতর ওয়াজিব হলে ঈদের নামাজেরআগে তা আদায় করে দেয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, সম্ভব হলে এক রাস্তায়যাওয়া, অপর রাস্তা দিয়ে ফিরে আসা, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টিমুখ করেনেয়া, ঈদগাহের দিকে ধীরস্থিরভাবে যাওয়া, নামাজ শেষে আত্মীয়-স্বজনেরকবর জিয়ারত করা, ঘরে ফিরে চার রাকাত নফল নামাজ পড়া। রাসূল (সা.) ইরশাদকরেছেন, ‘তোমরা তোমাদের ঈদকে তাকবির দ্বারা সৌন্দর্যমণ্ডিত কর।’ রাসূল(সা.) আরো ইরশাদ করেছেন, পাঁচটি রাত জেগে যে ব্যক্তি ইবাদত করবে, তারজন্য জান্নাত ওয়াজিব হবে। রাতগুলো হলো- ১. জিলহজের রাত, ২. আরাফাররাত, ৩. ঈদুল আজহার রাত, ৪. ঈদুল ফিতরের রাত, ৫. মধ্য শাবানের রাত।সুতরাং ঈদুল ফিতরের রাতে ইবাদত করা খুবই পুণ্যময় কাজ। ঈদ শব্দেরআভিধানিক অর্থঃ ঈদ শব্দটি মূলত ছিল ‘আউদ’ (আইন-ওয়াও-দাল)। ওয়াও হরফটিইয়া দ্বারা পরিবর্তিত হয়ে ‘ঈদ’ (আইন-ইয়া-দাল) হয়েছে। আরবি ক্রিয়াবাচকবিশেষ্য এই শব্দটির অর্থ হল ঘুরে আসা, ফিরে আসা। প্রতি বছর এই দিনমহান আল্লাহর কতক নিয়ামত তাঁর বান্দার প্রতি ঘুরে ফিরে আসে। যেমন ঈদুলফিতরে সিয়াম পালন অবস্থায় দিনের বেলা পানাহার ইত্যাদি থেকে বিরত থাকারপর পুনরায় ঈদের দিন থেকে দিনের বেলা পানাহার শুরু করতে পারার নিয়ামত,গরিব-মিসকিনদেরকে সাদাকাতুল ফিতর প্রদান করতে পারার নিয়ামত এবং ইদুলআযহার দিন হাজি সাহেব কর্তৃক এই দিনে তাওয়াফে যিয়ারত-এর মাধ্যমেহজ্বের কতক গুরুত্বপূর্ন কাজ সমাপ্ত করতে পারার নিয়ামত, কুরবানির গোশতধনি-গরিব মুসলিম-অমুসলিম সকলের জন্য মুসলমানদের পক্ষ থেকে মেহমানদারিকরতে পারার নিয়ামত ইত্যাদি। উল্লেখিত কারণে স্বভাবগত ভাবে মুসলমানদেরমাঝে সৃষ্টি হয় আনন্দ, খুশি, ফূর্তি। তাই ঈদের দিন খুশির দিন, আনন্দেরদিন, সৌভাগ্যের দিন।
হার্ট অ্যাটীক কি এক নজরে দেখি 0.0.1
Nightsky
হার্ট অ্যাটীক বলতে কী বুজায় ? হার্ট যখনআমাদেরশরিরের রক্ত পাম্প করে তখন করোনারি ধমনী নামক রক্তবাহী নালীরমাধ্যমেহার্ট অক্সিজেন ও পুস্টি সমৃদ্ধ রক্ত লাভ করে নিজে বাচার জন্য।কিন্তু যদি কোন কারনে এই রক্তবাহী নালীগুলি বন্ধ হয়ে যায় বাসংকোচিতহয়ে যায় তখন হার্টের পেশি রক্ত পায় না বা হার্ট আর সঙ্কোচনপ্রসারনকরতে পারেনা , ফলে হার্ট মারা যায় বা যাওয়ার সম্বাভনা থেকে এবংইহাইহার্ট অ্যাটাক । চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইহাকেমায়োকার্ডিয়ালইনফার্কশন বলা হয় যা Coronary heart disease এর একটিঅংশ । আর ও সহজভাবে যদি বলি , হার্টের গায়ের মাংশ পেশি সমুহের রক্তচলাচল বন্ধ হয়েযাওয়া কেই হার্ট এট্যাক বলা হয় । তাই করোনারি ধমনীরঅসুখ বা হার্টঅ্যাটীক দুই প্রকার । ১- :এঞ্জাইনা পেকটোরিস (AnginaPectoris) ২-মায়োকার্ডিয়াল ইনফার্কশন (Myocardial Infarction )
স্তন ক্যান্সার থেকে মুক্ত 0.0.1
Nightsky
অন্যান্য অনেক ক্যান্সারের তুলনায়স্তনক্যান্সারে প্রতিদিন আক্রান্ত হন অনেক নারী। ইদানীং এইস্তনক্যান্সারে আক্রান্ত হতে দেখা যাচ্ছে পুরুষদেরও। জরিপে দেখা যায়প্রতি২৮ জন নারীর মধ্যে ১ জনের স্তন ক্যান্সারে আক্রান্তের সম্ভাবনাঅনেকবেশি।
ইসলামিক জীবনে জানা অজানা 0.0.2
Nightsky
পরকালে আস্থা অন্ধ বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত নয়অনেকেই আশ্চার্য হয়ে যান, বৈজ্ঞানিক ও যুক্তিসম্মত প্রকৃতির কোনোমানুষ কিভাবে পরকাল বা মৃত্যু পরে আর একটি জীবনের ওপরে আস্থা রাখতেপারে? তারা ধারণা করে যে, যারা পরকালে...কাজ হয় অগোছালো, অসুন্দর। শরীরের অন্যান্য অঙ্গের ন্যায় এই অন্তরেরওরোগ-ব্যাধি হয়ে থাকে। শরীরের অন্যান্য রোগের কথা মানুষ জানলেওঅন্তরের রোগ সম্পর্কে অনেকেই অজ্ঞ। ফলে অধিকাংশ মানুষের অন্তর সুস্থনা থাকার কারণে পাপ কাজ করেই যাচ্ছে। আল্লাহর আযাবের কথা শুনেওকর্ণপাত করছে না। অন্তর কঠিন হওয়া অন্তরের একটি অন্যতম রোগ।যার মাধ্যমে মানুষ চিন্তা করে জীবনের ভাল-মন্দ বেছে নেয়। মানুষেরঅন্তরের চিন্তা-ভাবনার উপরই নির্ভর করে তার অন্যান্য অঙ্গের ভাল কাজবা মন্দ কাজ সম্পাদন করা। এই ক্বলব বা অন্তরেই মানুষের ধর্মীয়বিশ্বাস বা আক্বীদার অবস্থান।
জানতে দোষ কি ,মজার কিছু তথ্য 0.0.2
Nightsky
সকলকে আমার সালাম ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আজআমরা আলোচনা করব বেশ কিছু মজার ঘটনা –যা নিতান্তই স্বাভাবিক বিজ্ঞানসম্মত । কিন্তু আমরা হয়তো সেভাবে সেগুলিকে ভাবি না বা নজর দিই না ।এরকম বেশ কিছু মজার মজার ঘটনা , (যার তথ্য সূত্র অবশ্যই ইন্টার নেট বাউইকি বা ব্রিটানিকা এন্সাইক্লোপিডিয়া ) বেছে বেছে নিয়ে হাজির করলামআপনাদের জন্য । এর মধ্য বেশ কিছু জিনিস হয়তো অনেকের জানা , কিন্তুএটি ঠিক ঈশপের গল্পের মত , জানা জিনিস আর একবার জেনে নিতে দোষ কি !যদি না সেটা আমার বা আপনাদের পূর্বের ডেটা বেস কে আমাদের মস্তিষ্কেরমেমরি থেকে উড়িয়ে না দেয় । আসুন ভনিতা ছেড়ে একএক করে মজারবিষয়গুলিকে আলোচনা করি –আমরা প্রতিদিন সকালে গলায় দড়ি দেই । তবে কথাটা Colgate টুথপেস্টব্যবহারকারীদের জন্য প্রযোজ্য ।কেননা স্প্যানিস ভাষায় Colgate অর্থহলো “ নিজের গলায় দড়ি দাও” ।মোনালিসার ছবি দেখেন নাই এমন কাউকে হয় তো বা আর পাওয়া যাবে না । তারওই রহস্যময় হাসির জন্য জন্য তিনি এখনও মানুষের হৃদয় ছুয়ে আছেন ।কিন্তু লক্ষ্য করেছেন যে তার ছবিতে কোন আইব্রো আছে কিনা ? উত্তরটানিজেই বের করুন ।
মসলা কিছু ঔষুধী গুন 0.0.1
Nightsky
বাংলাদেশে স্বল্পসময়ে কম জমিতে অধিক হারেউৎপাদনকরে অধিক মুনাফা অর্জন করা সম্ভব_এমন ঔষধি রয়েছে ২৫টির মতো। এরমধ্যেউল্লেখযোগ্য হচ্ছে_পুদিনা, ঘৃতকুমারী, থানকুনি, অর্জুন,আমলকী,হরীতকী, কালমেঘ, নিম, বহেড়া, কালিজিরা, বসাক, উলটকমল,অশ্বগন্ধা,সর্পগন্ধা, তুলসী, মেথি, সোনাপাতা, যষ্টিমধু, বাবলা,শতমূলী, ইসবগুল,আদা, রসুন, হলুদ, পিঁয়াজ ইত্যাদি।প্রাচীনকাল থেকেই বাংলাদেশে রোগ নিরাময়ে গাছ-গাছালির পাতা, শেকড় বাছালব্যবহার করা হতো। সেসব গাছই ছিল আমাদের পূর্বপুরম্নষদের জীবনসাথী।এখনও বাংলার গ্রামে অনেকেই রোগ নিরাময়ে গাছের রস, পাতা বা ছালব্যবহারকরে থাকেন। সে রকম দুটি গুণী গাছের কথা এবার জানানো হলো:
মানুষ ইয়াবা খাই কেন 0.0.1
Nightsky
মাদকটির মূল উপাদান মেথঅ্যামফিটামিন (এমফেটামিনওক্যাফেইনের একটি মিশ্রণ)। একসময় সর্দি ও নাক বন্ধ হয়ে যাওয়ারওষুধহিসেবে ব্যবহূত হতো কোনো কোনো দেশে। ব্যবহার করা হতো ওজনকমানোরচিকিৎসায়ও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ক্লান্তি দূর করতে ওসজাগথাকতে সেনাদের মধ্যে জনপ্রিয় ছিল মেথঅ্যামফিটামিন। পরবর্তীসময়েসাধারণ মানুষ ...ইয়াবা- মাদকটির মূল উপাদান মেথঅ্যামফিটামিন। একসময় যা সর্দি ওনাকবন্ধ হয়ে ... পরবর্তী সময়ে সাধারণ মানুষ বিশেষতশিক্ষার্থী,দীর্ঘযাত্রার গাড়িচালক ও দৌড়বিদেরা এটি ব্যবহার শুরুকরেন। কোথাথেকে এলো এই ইয়াবা? .... বাজারে যা কিনি সব ভেজাল, লিভারকিডনি,কনসার হবে নিশ্চিত ,তার পর আমরা খাই। আমি বলব এই বাবা হল...
সেক্স লাইফস্টাইল 0.0.1
Nightsky
একঘেয়ে জীবন কারই বা ভাল লাগে? একান্তব্যক্তিগতমুহূর্তগুলিকে যদি আরও মধুর করে তুলতে চান, তা হলে কিছুবিষয়ের দিকেইঅবশ্যই নজর দিতে হবে আপনাকে।প্রকৃতির ভালবাসাই একমাত্র সত্যিকারের ভালবাসা, যা মানুষিকআশাআকাংখাকে প্রতারিত করে না । ... লাইফস্টাইল কেন নিয়মিতসেক্সকরবেন??? জীবনকে সুন্দর ও সহজ করে তুলতে আপনার প্রয়োজন সেক্স।তবেশুধু সেক্স হলেই হবে না, সেক্স হতে হবে আনন্দদায়ক ও নিয়মিত।এমনকিনিয়মিত আনন্দদায়ক সেক্স বাড়িয়ে দিবে আয়ু। পাঠকদের জন্য এইবারেরআয়োজন সেক্সের উপকারিতা। মানসিক চাপ কমান: সেক্স মানসিক চাপকমাতেসহায়তা
মাথা ব্যথা ও মাইগ্রেন কি করবেন 0.0.1
Nightsky
মাথাব্যথা যে শ্রেণীরই হোক না কেন তা যদিমাঝেমাঝেই হয়ে থাকে তবে আমাদের উচিত কোন চিকিৎসকের শরণাপন্ন হওয়া।কারণঅনেক সময় দেখা যায় খুব ছোট কোন রোগও আসলে বড় কোন রোগকে ডেকেনিয়েআসে। মাইগ্রেন’ নামক শব্দটির সাথে পরিচয় নেই এমন মানুষ খুঁজেপাওয়াবেশ মুশকিল। যার হয় সেই কেবল বোঝে এই ব্যথার তীব্রতা কতটুকু।আমাদেরসেরেব্রাল কর্টেক্সের বিভিন্ন অংশে রক্ত প্রবাহ কমে যাওয়াইমূলত এরজন্য দায়ী। মাইগ্রেনের উপসর্গের মধ্যে রয়েছে আলো ও গোলমালেরপ্রতিসংবেদনশীলতা, বিভিন্ন বিষয়ের প্রতি বিতৃষ্ণাবোধ, বমি হওয়া এবংমাথারকোনো এক পাশে তীব্র ব্যথা অনুভূত হওয়া।
হরমোন দেহের কি কাজ করে 0.0.2
Nightsky
বিশেষ কয়েকটি হরমোন যেমন­ DHEA, গ্রোথহরমোন,টেসটোসটেরন, ইস্ট্রোজেন এ ক্ষেত্রে প্রণিধানযোগ্য। যৌবনধরে রাখারজন্য কিংবা বয়স পিছিয়ে দেয়ার জন্য বাইরে থেকে এগুলোরব্যবহার কতটুকুফলপ্রসূ অথবা এসব হরমোন আদৌ গুরুত্বপূর্ণ কি না তাআজোবৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। বাস্তব কথা হচ্ছে, যাদেরবেলায়সত্যিকারভাবেই হরমোনের ঘাটতি বা সম্পৃক্ততা রয়েছে তাদের বেলায়কিছুটাউপকারী হলেও এসব হরমোনের ব্যাপারে পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে।সঠিকমাত্রায় প্রয়োগে দেহ সুস্থ থাকবে, কিন্তু ভুল মাত্রায় ক্ষতিহওয়ারসম্ভাবনা রয়েছে। এবার দেহে প্রাকৃতিক উপায়ে উৎপাদিতহরমোনেরকার্যকারিতার সাথে কৃত্রিমভাবে প্রয়োগকৃত হরমোনের পার্থক্যনিয়েআলোচনা করা যাক। দেহের অভ্যন্তরস্থ কোষগুলোর সমষ্টিতেগ্রন্থিরসৃষ্টি এবং নালীবিহীন গ্রন্থি নিঃসৃত হরমোন রক্তে মিশ্রিতহয়ে এবংবাহিত হয়ে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করে, কিন্তুকৃত্রিমভাবেদেহে নিসৃত হরমোনের মতো নয়। কারণ দেহে হরমোন বিভিন্নপ্রক্রিয়ায়নিঃসৃত হয়ে থাকে। আরেকটি পার্থক্য হচ্ছে, প্রয়োগকৃত হরমোনদেহে বেশিমাত্রায় বিরাজ করতে পারে। ফলে নেগেটিভ প্রভাব দেখা দিতেপারে। এমনিকদেহের হরমোনও বিপরীতমুখী প্রভাব সৃষ্টি করে। তাইঅল্পমাত্রার এসবরাসায়নিক যৌগ হরমোন তা দেহ থেকেই নিঃসৃত হোক অথবাবাইরে থেকেপ্রয়োগ করা হোক না কেন এগুলোর ব্যাপক কার্যকারিতারয়েছে।আরেক ধরনের হরমোন আছে যারা আমদের দেহের কোষগুলোর অর্থাত দেহেরসামগ্রিকশক্তি উতপাদন, শক্তির ব্যবহার- অর্থাত এনার্জি এবংমেটাবলিজমকন্ট্রোলের জন্য কাজ করে।দেখে নিই এক নজরে দেহের হরমোন
রমযান মাসের ৩০ আসর 0.0.1
Nightsky
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনিযেনআমাদের এ আমলটুকু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বানান এবং এরদ্বারাউপকৃত করেন। নিশ্চয় তিনি অত্যাধিক দাতা ও সম্মানিত।প্রিয় ভাই সকল! আমাদের সামনে সম্মানিত রমযান সমাগত যা ইবাদতেরমহৎমওসুম। যে মাসে আল্লাহ তা‘আলা নেক আমলের সাওয়াব সীমাহীন বৃদ্ধিকরেদেন এবং দান করেন অফুরন্ত কল্যাণ। উন্মুক্ত করেন নেক কাজেউৎসাহীব্যক্তির জন্য কল্যাণের সকল দ্বার। এ মাস কুরআন নাযিলের মাস।কল্যাণ ওবরকতের মাস। পুরস্কার ও দানের মাস।কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাঁর অফুরন্ত অসংখ্য ও অনবরত প্রাপ্তনেয়ামতের।অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক উম্মুল কুরা (মক্কায়)প্রেরিতমুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর। অবারিতশান্তিবর্ষিত হোক তাঁর ওপর, হেরা গুহায় তার নিশ্চিত পরম সঙ্গী আবূবকরসিদ্দীক রাদিয়াল্লাহু ‘আনহু, সত্যের ইঙ্গিত প্রাপ্ত মতের অধিকারীএবংআল্লাহর আলোতে যিনি দেখতে পেতেন সে উমর রাদিয়াল্লাহু ‘আনহু, তাঁরদুকন্যার স্বামী যিনি ছিলেন সত্যভাষী সে উসমান রাদিয়াল্লাহু ‘আনহু,তাঁরচাচাত ভাই আলী রাদিয়াল্লাহ আনহু, যিনি ছিলেন জ্ঞানের সাগর, বনেরবাঘ,তাদের সবার উপর এবং অপরাপর সম্মানিত আহলে বাইত রাদিয়াল্লাহু‘আনহুম,সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু ‘আনহুম যাদের শ্রেষ্ঠত্ব জগতেছড়িয়েপড়েছে এবং মুসলিম উম্মাহর সকল সদস্যের ওপর সালাত ও সালামবর্ষিতহোক।
সুন্নাত নিয়ে আমাদের ভুল ধারনা 0.0.1
Nightsky
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা পবিত্র কুরআনেবহুআয়াতে রাসুল (সাঃ) এর নির্দেশ মেনে চলার জন্য আমাদের বলেছেন।তাঁরমানে হল, রাসুল (সাঃ) যে সকল বিষয়ে আমাদেরআদেশ ও নিষেধ করেছেনতামেনে চলাও আমাদের জন্য ফরজ ওয়াজিব । কোন ব্যাপারে রসুল(সাঃ) এরআদেশমানা বাধ্যতামূলক হতে পারে যদিও হয়ত সে ব্যাপারে কুর’আন থেকেসরাসরিকোন বিধান নেই। যেমন রসুল(সাঃ) বলেছেন –“গোঁফ ছেঁটে রাখ এবং দাড়িকে ছেড়ে দাও”সুন্নাত শব্দটার সরল অর্থ পথ, নিয়ম বা রীতি। সুন্নাতুল্লাহমানেআল্লাহর রীতি। সুন্নাতুর রসুল মানে রসুল(সাঃ) এর পথ, তাঁররীতি।কিন্তু ইসলামি পরিভাষায় সুন্নাত শব্দটি বিভিন্ন শাখারস্কলাররাবিভিন্ন ভাবে ব্যবহার করেছেন।
মেয়ে পটানো তন্ত্রমন্ত্র​ 0.0.1
Nightsky
পেচার ডান পালক/ফোর এবং কাক এর ডান পালক/ফোরএইদুই টা এক সাথে। যে কোনো দিন আগুনে পুরায়ে,, সেই দুই টা পালকের যেছাইহবে। সে ছাই দিয়ে,,, চখে কাজল দিবেন,,, যার জন্য কাজল দিবেন,,তারবাবা তার পড় তার মায়ের ,,, তার পড় ঐ ছেলে বা মেয়ের কালপনিকচেহারাদেখবেন আর কাজল নিবেন।তার পড় ঐ ছেলে বা মেয়ের সাথে এক বার দেখা করতে যাবেন। শুধু এক বারচখেচখ মিলাবেন। তাই ঐ ছেলে বা মেয়ে টি আপনার প্রেমে পরে গেছে।এতে করে ঐ ছেলে বা মেয়ের কোনো ক্ষতি হবে না। জাস্ট ফিলিং জাগবেআপনারপ্রতি। আর এই সুযোগ টাই আপনার দরকার।
ডেটিংয়ে যেভাবে সঙ্গী রাজিকরবেন 0.0.1
Nightsky
প্রথম ডেটিংয়ে যা করবেন না. প্রথম ডেটিংয়েকীকরা হবে তা নিয়ে মাথা ঘামানো হয় বিস্তর। কিন্তু কী করা হবে নাবাযাবে না সে নিয়ে এক ফোঁটাও ভাবনা করে না কেউ। বিপত্তি ঘটেসেখানেই।জেনে নিন প্রথম ডেটে কী কী করা উচিত নয়-. অতীত ঘাঁটতে যাবেননা.প্রথম ডেটের প্রধান উদ্দেশ্য হচ্ছে- সঙ্গী বা সঙ্গীণি সম্পর্কেজানা...তাই প্রথম ডেটিংয়ে কীভাবে ইমপ্রেস করবেন সঙ্গীকে, তার কিছুটিপসজেনে নিন-. ১) ডেটিংয়ে আপনার ব্যক্তিত্ব যেন জেন্টলম্যানের মতোথাকে।এমন কোনও ব্যবহার করবেন না, যাতে আপনার সঙ্গী বিরক্ত হয়েযায়।সঙ্গীকে ইমপ্রেস করতে হলে ভালো ব্যবহার খুবই দরকারী।পরিষ্কারপরিচ্ছন্ন পোশাক পরে যাবেন। আরও ভালো হয়, যদি আপনি সঙ্গে
ভূত তাড়ানোর সহজ উপাই 0.0.1
Nightsky
কথায় বলে এই ভুত নাকি যারে তারে ধরতিপারে।পাতাকুড়োনি থিকা হাড়কুড়োনী, ঘুটেকুড়োনি থিকা রাজরানি বা আমলাথিকামন্ত্রী। ভুতের ঝামেলা সর্বত্রগামী। আইজ্ঞা হ, এরকম ভুতেরকাহিনীদিদিমা ঠাকুমাদের মুখে অনেক শুনছি। কিন্তু নিজের চোখে চাক্ষুষকরারসুযোগ হয় নাই। দেশ বিদেশের মিডিয়াদের কী ধন্যবাদ যে দেবো তারভাষাখুইজ্যা পাচ্ছিনা। অদের কল্যাণে প্রতিদিন ভুত দেখছি। চাক্ষুষকরতিপারছি ভুতের কেত্তন। খোনা খোনা গলায় পেত্তেকদিন ভয়দেখাচ্ছেমানুষকে। রক্ত চোখ দেখাচ্ছে। ঘাড় মটকে রক্ত পিব বলছে।সাম্প্রতিকামদনীতে জ্যান্ত ভুতের তান্ডব দেইখ্যা বাংলার মানুষ একেবারেথ হইয়াগেছে। ভুতের সে কী বিকট গর্জন। "এই চোপ"। প্রকাশ্যে, হাজার মানুষের সামনে ভুত দেখবার সুযোগ হল।হাড়কাপানোভুতের ভাষা শোনার সুযোগ পাইলাম।
স্মৃতিশক্তি কমে য়াওয়ার কারণ 0.0.1
Nightsky
স্বাস্থ্য ভালো রাখে এমনখাদ্যাভ্যাসস্মৃতিশক্তির জন্যও ভালো। তাই খাদ্য তালিকায় রাখতে হবেপ্রচুর ফল ওশাকসবজি। এড়িয়ে চলতে হবে চিনি, চর্বি ও অ্যালকোহল। একইসঙ্গেপ্রয়োজন নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম। প্রতিদিন রাতে আটঘণ্টাঘুমানো উচিত। স্মৃতিশক্তি ভালো রাখতে চাইলে আরো কয়েকটি বিষয়েরদিকেলক্ষ রাখতে হবে।স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লেই এমন সমস্যায় পড়তে হয় আমাদের।বিভিন্নকারণে আমাদের স্মৃতিশক্তি প্রভাবিত হয়, স্মৃতিশক্তি কমে যায়;আমরাভুলে যাই। ঘুমের অসুবিধা, মানসিক চাপ, বিষণ্ণতা, অপুষ্টি,থাইরয়েডহরমোন নিঃসরণে সমস্যা, ধূমপান, মদ্যপান এসব কারণে স্মৃতিশক্তিকমেযায়। এ ছাড়া প্রবীণ বয়সে স্মৃতিভ্রম রোগেও এ ধরনের সমস্যা হয়।বেশিসমস্যা হলে চিকিৎসা তো নিতে হবেই, তবে তার আগে কিছু ‘ঘরোয়া ওষুধ’খেয়েদেখতে পারেন। পরামর্শটি দিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেনহোমরেমেডি।
ঘরোয়া পদ্ধতিতে বদহজম দূর 0.0.3
Nightsky
উৎসবে না চাইলেও একটু বেশিই খাওয়া হয়ে যায়।এবংএই খাবারের মধ্যে গুরুপাক, তেল চর্বি এবং মসলা জাতীয় খাবারইবেশিথাকে। ফলে অনেক সময়েই বদহজমের সমস্যা শুরু হয়ে যায়। ভীষণঅস্বস্তিকরএই বদহজমের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই এন্টাসিড খেয়েফেলেন। এতেকিছুটা উপশম হলেও সমস্যার সমাধান হয় না একেবারে। তাই ঘরোয়াকিছুচমৎকার প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করারআদার ব্যবহার– ১ টেবিল চামচ আদার রস, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চিমটি লবণ ভালোকরেমিশিয়ে পানি ছাড়া পান করে ফেলুন। দেখবেন বদহজমের সমস্যা দূরহয়েগিয়েছে।– আদা কুচি লবণ দিয়ে চিবিয়ে খেলেও উপশম হবে সমস্যার।– ২ কাপ পানিতে আদা কুচি দিয়ে জ্বাল দিয়ে ১ কাপ পরিমাণ করে এতেসামান্যমধু মিশিয়ে আদা চা তৈরি করে পান করে নিন। এতে অনেকাংশেই দূরহয়ে যাবেহজমের সমস্যা।
বাংলা বাণীর সর্ববৃহৎসংগ্রহশালা 0.0.1
Nightsky
“ অতীতকাল যত বড় কালই হ'ক নিজের সম্বন্ধেবর্তমানকালের একটা স্পর্ধা থাকা উচিত। মনে থাকা উচিত তার মধ্যে জয়করবার শক্তিআছে।কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতেহতেমূর্খের পাপের ভান্ড পূর্ণ করে ফেলে।জীবন মানে অনিশ্চশ ভ্রমণনিজেকে নিয়ন্ত্রণ কর। তারপর অন্যকে অনুশাসন কর। নিজে নিয়ন্ত্রিতহলেঅন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন।
মরণব্যাধি ক্যান্সার থেকে রক্ষা 0.0.1
Nightsky
ক্যান্সার নামক এই মরণব্যাধিটি সকলেরকাছেইরহস্যের মতো। অনেকেই জানেন না এবং একেবারেই বুঝতে পারেন না কেনদেহেএই ক্যান্সারের কোষের জন্ম হয়। পরিবারে ইতিহাস থাকলেই যেক্যান্সারহবে এমন কোন কথা নেই। আমাদের দৈনন্দিন কাজের খারাপ প্রভাবেরকারণেওকিন্তু দেহে জন্মায় ক্যান্সারের কোষ। আর এ থেকে মুক্তিপাওয়ারচাবিকাঠি কিন্তু আমাদের হাতেই। আপনি হয়তো জানেনও না আপনার ছোট্টকিছুসাবধানতা এবং সতর্কতা দেহে ক্যান্সারের কোষ গঠনে বাঁধাপ্রদানেকার্যকরী ভূমিকা পালন করতে পারে। তাই দৈনন্দিন জীবনে কিছুসাবধানতাঅবলম্বন করুন। এতে করে ক্যান্সারের মরণ থাবা থেকে বেঁচে যাবেনআপনিএবং আপনার পরিবার। ক্যান্সার একটি ভয়ংকর দুরারোগ্য ব্যাধি। এইরোগথেকে সহজে মুক্তি পাওয়া যায় না। যাদের প্রাথমিক পর্যায়েক্যান্সারথাকে তাদের ক্যান্সার থেকে মুক্তি পাবার সম্ভাবনাথাকে।
আবার ডিবি লটারীতে আমেরিকা ২০১৭ 0.0.1
Nightsky
এতে জানানো হয়, আগামী ৪ অক্টোবর থেকে শুরুহতেযাওয়া এ লটারিতে বাংলাদেশ ছাড়া আরও ১৮টি দেশের নাগরিকরা অংশনিতেপারবেন না। তবে এ সুযোগ ... অবশ্য ডিভি ভিসার সুযোগবাংলাদেশসহবাদপড়া দেশের নাগরিকরা আবার পাবেন কিনা অথবা কবে নাগাদপেতে পারেন সেব্যাপারে কিছুই বলা হয়নি। ... তিনি ডিভি ভিসাবাংলাদেশীদের জন্য বন্ধহয়ে গেছে শুনে বিবিসির কাছে হতাশা প্রকাশ করেবলেন, আমাদের আমেরিকাযাওয়ার সুযোগটাবৈধ পন্থায় আমেরিকা যাওয়ার সপ্ন বাংলাদেশী অনেকেরই। সেইসপ্নপূরনেরপথে আরেকধাপ ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি। প্রতি বছরেরমত এবারোযুক্তরাষ্টের পররাষ্ট মন্ত্রনালয় আয়োজন করেছে ডাইভার্সিটিভিসা বাডিভি-২০১২ কর্মসূচী। প্রতিবছর বিভিন্ন দেশের প্রায় ৫৫০০০ লোকলটারীরমাধ্যমে এই ভিসা কর্মসুচীর আওতায় ...
শেষ নবী( সাঃ )২১৩মূল্যবান বাণী 0.0.1
Nightsky
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামআল্লাহর সর্বশেষ নবী। দুনিয়াতে যারা তাঁর দেখানো পথেচলবে, পরকালেতারাই জান্নাতে যাবে। তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে।আমরা তাঁরউম্মত বা অনুসারী দল। আমরা তাঁর দেখানো পথে চলি। সঠিক পথপাবার জন্যেতিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহরকুরআন। আরঅপরটি হলোহানবী ( সাঃ ) এর ২১৩ টি মহা মূল্যবান বাণী. হযরতমুহাম্মদসাল্লাল্লাহু আলাইহি ... ঠিক তেমনি আমাদেরকে মহানবী হযরতমুহাম্মদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হাদীস পড়তে হবে এবংসেঅনুযায়ী চলতে হবে। তবেই মহান আল্লাহ খুশী হবে
মন মানানো মন্ত্র তন্ত্র​ 0.0.1
Nightsky
মেয়ে বশিভূত করা পাতালী বান মন্ত্র।মেয়েবশিভূত করার মন্ত্র। এই মন্ত্রের দ্বারা আপনি অনায়াসে যে কাউকেনিজেরবশ মানাতে পারবেন। এই মন্ত্র পাতালি মন্ত্র। সঠিক ভাবে কাজ করতেপারলে১০০% কাজ হবে গ্যারান্টি। মন্ত্রঃ বিসমিল্লাহীর রহমানির রহিম। দমদমদম মাদার- উনত্রিশ হরফের সত্তার; মীম হরফের কাঞ্চী তুষে- অমুকেরমন...মানুষের সেবা করাই আমার ধর্ম। ... মেয়ে বশ করা মন্ত্র। এই মন্ত্রআজপর্যন্ত বিফলে যায়নি। ১০০% কাজ হবে গ্যারান্টি। মন্ত্রঃবিসমিল্লাহিররহমানির রহিম। চন্দ্র বান্ধি সূর্য বান্ধি" বান্ধি অমুকেরমন- মনেরউপর দিলাম আমি; মীম হরফের অরপন। ..... এই মন্ত্রের দ্বারাআপনিঅনায়াসে যে কাউকে নিজের বশ মানাতে পারবেন। এই মন্ত্রপাতালিমন্ত্র।
জব সলোশান JOB SOLUTION 0.0.1
Nightsky
কিছু শব্দ আমরা অনেকবার শুনেছিকিন্তু পূর্ণ রূপ আমরা জানিনা। এমন৬৪টি সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ জানুন:এখানে নন ক্যাডার জব উপযোগী সকল প্রকার প্রশ্ন ও সমাধান পোষ্ট করা হল১] মানব দেহে খনিজ লবণ থাকে →শতকরা ৪%।–[২] কোন প্রাণী জীবনে একবারওপানিপানকরেনা→ ক্যাঙ্গারুর্যাট।–[৩] কোন পশু শব্দ করতে পারেনা→জিরাফ।–[৪] গরুর গড় আয়ু প্রায়→ ১২ বছর।–[৫] বানরের পা থাকে → ৪টি।–[৬]মাকরোসার পাথাকে → ৮টি।–[৭] একটি রানী মৌমাছি → ১০০০বারডিম পাড়ে।–[৮] যে স্তন্যপায়ী জীব ডিম দেয়→প্লাটিপাস।–[৯] যে প্রাণী সবচেয়ে বেশি দিনবাঁচে →কচ্ছপ।–[১০] সর্ববৃহৎ সামুদ্রিক পাখি→অ্যালব্যাট্রোস।
মানুষ কখন মিথ্যা কথা বলে 0.0.1
Nightsky
মানুষ স্বভাবত সত্য কথা বলার কথা থাকলেওঅনেকেইবেশিরভাগ সময় মিথ্যা কথা বলে । কেউ কেউ নেহাতই জীবন রক্ষার্থেসত্যগোপন করে বা মিথ্যে বলে । কেউ কেউ আবার বিশেষ কোন ... জেনে নিনমানুষকেন মিথ্যা কথা বলেমানুষের জীবনে কিছু মানুষ থাকে যাদের সাথে মিথ্যা বলা যায়নাতাদেরচোখের পানি সহ্য ... আর কিছু মানুষ আছে যারা তাদের কাছের মানুষকেঅনেকবেশী ভালবাসা দিয়েও অনেক কষ্ট পায় ! ছেলেরা আসলে সুন্দর ...ছেলেরাযখন আপনাকে কোন সমস্যার কথা বলে তার মানে এই না যে সে আপনারথেকেপরামর্শ চাচ্ছে আসলে সে চায় আপনি মন দিয়ে তার সমস্যাগুলোশুনুন.
বিদেশে যাওয়ার সহজ উপাই 0.0.1
Nightsky
বিদেশে চাকরি অনেকের কাছেই সোনার হরিণ।বিদেশেযেতে আগ্রহীদের সরলতা ও অসচেতনতাকে পুঁজি করে সক্রিয় হয়েউঠেছেমানবপাচারকারী ও প্রতারক চক্র। বিদেশের পথে রওনা হয়ে সাগরে ডুবেগেছেঅনেকের স্বপ্ন, কারো লাশ মিলছে থাইল্যান্ড ও মালয়েশিয়ার গণকবরে।অথচএকটু সচেতন হলেই প্রতারণা এড়িয়ে বিদেশ যাওয়া যায়।নিজেকে নিয়ে ভাবছি আপনি কি দেশে যেতে চান? কিছু যোগ্যতাআপনারথাকতে হবে। তবে সচারচর কিছু যোগ্যতার পাশাপাশি আপনাকে কিছুএ্কস্ট্রাযোগ্যতা আর্জন করতে হবে। ইদানিং ভাল মেধা, টাকা-পয়সা,কর্মদক্ষতাইত্যাদি থাকার পাশাপাশি রাজনৈতিক কিছু ক্ষমতাও থাকালাগবে।কারন অন্যসব কিছু থাকার পরও .
ভিটামিন A টু Z 0.0.1
Nightsky
পৌঁছুবে ফলের ভিটামিন এবং মিনারেলস। এবংবেশিখাবারের চাহিদা কমে যাবে একেবারে। জুস আপনার পেটের অনেকটা অংশ দখলকরেনেবে। ফলে আপনি খাবার কম খাবেন। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকারপাশাপাশিস্বাস্থ্যও ভালো থাকবে।ভিটামিন একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান। ইহা একটি জৈব রাসায়নিকপদার্থএবং মানব দেহে তা অল্প পরিমাণে দরকার। ভিটামিন প্রাণীদেহেরস্বাভাবিকবৃদ্ধির জন্য অপরিহার্য। বিভিন্ন ভিটামিনের মধ্যে øেহপদার্থে দ্রবীভূতভিটামিনগুলো হলো এ, ডি, ই, এবং কে। আমরা এখানেভিটামিন এ ও ই নিয়েআলোচনা করব।ভিটামিন “এ” চোখের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া ভিটামিন এদেহেরবৃদ্ধি ও বাহ্যিক আবরণের কোষ, চর্ম, দাঁত ও অস্থির গঠন এবং নানারকমসংক্রামক রোগ হতে শরীরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয়। ভিটামিন ‘এ’রঅভাবে শরীরে প্রাপ্ত লৌহের স্বাভাবিক ব্যবহারে ব্যাঘাত ঘটে। ফলেরক্তস্বল্পতা দেখা দিতে পারে।
জ্ঞানের ভানডার কুরআন মাজিদ 0.0.1
Nightsky
ইসলামী জীবন ব্যবস্হা জ্ঞান-বিজ্ঞান চর্চারওপরঅত্যধিক গুরুত্ব আরোপ করেছে। বর্তমান পৃথিবীর জ্ঞান-বিজ্ঞানের এইযেচরম উৎকর্ষ তা ইসলামেরই অবদান-এ কথা সবাই স্বীকার করছেন। মহানবীহজরতমুহাম্মদ (সাঃ) জ্ঞানালোক ও সভ্যতার যে বিরাটপ্রাসাদেরভিত্তিপ্রস্তর স্হাপন করেন তা পৃথিবীকে অলংকৃত করে আসছে তারসময়কালথেকেই। পবিত্র কোরআন মাজিদে মুসলমানদের বলতে নির্দেশ দেয়াহয়েছে-‘হেআমাদের রব! আমার জ্ঞান বৃদ্ধি কর।’ তাছাড়া সাহাবায়ে কিরামমহানবী কে(সাঃ) বলতে শুনেছেন-‘জ্ঞান হচ্ছে মুমিনের জন্মগত অধিকার,যেখানেই এটাদেখ গ্রহণ কর।’পবিত্র কোরআনুল কারীম জ্ঞান-বিজ্ঞানের এক অফুরন্ত ভান্ডার।বিজ্ঞানেরযে কোনো শাখার সুস্পষ্ট নিদর্শন আল-কোরআন থেকে লাভ করাসম্ভব। মহানআল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন-‘শপথ বিজ্ঞানময়কোরআনের।’ (সুরাইয়াসিন, আয়াত নং-২)। ‘আকাশ ও পৃথিবীতে এমন কোনোগোপন রহস্য নেই, যাসুস্পষ্ট কিতাবে উল্লেখ নেই।
নরমাল ডেলিভেরী করাতে কলাকৈৗশল 0.0.1
Nightsky
উন্নত দেশে প্রেগনেনসির প্রথম থেকেইকাউন্সিলিংএর মাধ্যমে গর্ভবতীদের নরমাল ডেলিভারির জন্য মানসিকভাবেপ্রস্তুত করাহয়। একজন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারির সম্ভাবনা থাকলেতাকে অবশ্যইনরমাল ডেলিভারির জন্য চেষ্টা করতে হবে। সিজারের মাধ্যমেঅস্ত্রপাচারএবং অজ্ঞানজনিত যেকোন জটিলতা হবার সম্ভাবনা থাকে,তাই এটা...নরমাল ভাবে শিশুর জন্ম হলে শিশু কোন সমস্যা ছাড়াই মায়ের দুধসঠিকভাবে গ্রহণ করতে পারে। যার মায়ের দুধের বিশেষ পুষ্টি গ্রহণ করতে...নরমাল ডেলিভারিতে শিশু মায়ের থেকে কিছু অণুজীবাণু পেয়ে থাকে যাতাররোগ প্রতিরোধ সিস্টেম গঠনে সুফল এনে দেয়। শিকাগোর ডা. এলিউট এমলেভিনও সহযোগী
নিমিষে দুর মাতৃত্বকালীন দাগ 0.0.1
Nightsky
সন্তান জন্মদানের পর সময়ের সঙ্গে সঙ্গেঅনেকমায়ের দাগ চলে যায়। আবার অনেক সময় সন্তান জন্মের পরও দাগথেকেযায়। মায়েরা তাই চিন্তিত হয়ে পড়েন। অথচ একটু সচেতন হলে দাগপড়াভাবটা কিছুটা হলেও কমিয়ে আনা যায়। দাগের কারণ. পেটের চামড়াচাপেরকারণে ফেটে যায়। রিলাক্সিন, ইস্ট্রোজেন ও করটিসল হরমোন বেড়েগিয়ে..ফাটা চামড়া বা স্ট্রেচ মার্কের সমস্যায় অনেকেই ভুগে থাকেন।আমাদেরশরীরের ত্বকে বিভিন্ন অংশে এই ফাটা দাগগুলো দেখা যায়। মূলত এইসমস্যাবাড়তি ওজনের জন্য হয়। শরীরের আয়তন যখন বেড়ে যায়, ত্বক তখনস্ট্রেচকরে বাড়তি আয়তনকে ঢাকতে। ফলে তৈরি হয় এই দাগ। আবার গর্ভপরবর্তীসময়ে নারীদের তলপেটে চামড়ার টানজনিত কারণে এই ধরনের দাগ...
Magic box জাদু বাক্স 0.0.1
Nightsky
বড় বড় ম্যাজিশিয়ানরা কত চমৎকার সব জাদুইনাদেখায়। কিন্তু সকল ম্যাজিকের প্রথম ধাপই হচ্ছে পামিং বাহাতসাফাই।এটা না শিখে কোন ম্যাজিকই দেখানো সম্ভব নয়। মানুষ কেটেদু'ভাগ করতেনা পারি, কিন্তু হাতসাফাইয়ের কিছু কৌশল আমরা সহজেই শিখেনিতে পারি।ঘরে, অনুষ্ঠানে, বন্ধুদের মাঝে এই ম্যাজিকগুলো দেখালে আনন্দতো.ওরা মানুষকে জাদু শিখিয়েছিল। বাবিল শহরে পাঠানো দুই ফেরেশতাহারুতএবং মারুতকে যা দিয়ে পাঠানো হয়েছিল, তা শিখিয়েছিল। …[আল-বাক্বারাহ১০২]. Magic Fire. আজকের যুগের শিক্ষিত মানুষরা এই সবজাদুটোনা মোটেওবিশ্বাস করতে চান না। তাদের কাছে এগুলো সব গাজাখুরীকথাবার্তা। যেইজিনিসের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই ...
মায়ের বুকের দুধের উপকারীতা 0.0.1
Nightsky
অনেকে জানেন না যে, মায়েদের স্তনের বহুবিধগুণসম্পর্কে অনেকে জানেন না।গ্রমের মায়েরা সাধারণত বেশি অজ্ঞ হয়।তবেbestbreasts এবং breasts সম্পর্কে মায়েদের অবশ্যই জানা উচিত।কারণশিশুরএবং মায়ের স্বাস্থ্যের অনেক কিছু স্তনের সাথেসম্পর্কযুক্তস্ববাবিকভাবে মায়ের দুধের রং ক্রিম বা সাদা রং এর হয়েতাকে। তবেঘনত্বের ভিন্নতার কারণে সবুজ,নীল,কমলা বা হলদেটে ও হতেপারে।অনেকেজানেন না। তবে একথা সত্য যে মায়ের বুকের দুধের একটিতে বেশিএবংঅন্যটিতে কম দুধ হয়। মা যখন তার সন্তানকে বুকের দুধ পান কারন তখনবুঝাযায় এটার সত্যাতা কতটুকু। একজন নারী সন্তান জন্দদানের পর তারস্তনেরআকার পরিবর্তিত হয়।স্তনের আকার সব থেকে বদ হয় তখনই যখন মাতারসন্তানকে দুধ পান করাতে শুরু করে।তবে কতটুকু বড় হবে তার মাত্রানির্ভরকরে মায়ের ত্বকের স্থিতিস্থাপকতার উপর।
যাদু এবং যাদুর চিকিৎসা 0.0.2
Nightsky
জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহ্‌র নির্দেশ ওরাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চলারমধ্যেইদুনিয়া ও আখেরাতের শান্তি ও কল্যাণ নিহিত। এ ছাড়া আর সকল মতেরও সকলপথের অনুসরণের মধ্যে লুকিয়ে রয়েছে অমঙ্গল ও অশান্তির বীজ।জাদুকর্ম,দৈবকর্ম ও জ্যেতিষকর্ম চর্চা করা - যার মাধ্যমে মানুষেরঅতীত, বর্তমানও ভবিষ্যৎ জানতে পারার দাবি করা হয় এবং বিপদাপদ ও রোগব্যাধি দূর করাযায় বলে ধারণা করা হয় - এ সবই ইসলামী শরী‘আতেসুস্পষ্ট ভাবে হারামএবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরআদর্শের বিরোধী। অথচ এসবকাজ চর্চার মাধ্যমে এক-শ্রেণির মানুষজনসাধারণকে রোগের চিকিৎসা,বিপদাপদ দূর করা ও আকাঙ্ক্ষা পূরণ করেদেয়ার প্রলোভন দেখিয়েপ্রতারিত করছে। ফলে সংশ্লিষ্ট লোকজনের ঈমান,আমল ও আকীদা যেমনপ্রশ্নের সম্মুখীন হয়ে পড়ছে, তেমনি এসবকর্ম-চর্চাকারীরা মানুষেরমধ্যে বিভ্রান্তি ও প্রতারণার জাল বিস্তারকরে সমাজকে অসুস্থ করেতুলছে।এরকম পরিস্থিতিতে অত্র বিষয়ের উপর অতি সংক্ষেপে প্রাঞ্জল ভাষায়লিখাশাইখ আবদুল আযীয ইবন বায রাহেমাহুল্লাহর লিখা ছোট্ট পুস্তিকাটিআমিঅনুবাদ করি। আমার বিশ্বাস যারা আল্লাহ্‌কে ভয় করে দুনিয়া ওআখিরাতেরজীবনে সফলতা অর্জন করতে চায়, তারা অত্র বিষয়ের উপরপুস্তিকাটিতেপ্রয়োজনীয় আদর্শ ও হেদায়াতের পথ খুঁজে পাবে। আল্লাহগ্রন্থকার ওঅনুবাদকের এ শ্রমটুকু কবুল করুন। আমীন॥আমি আল্লাহর সাহায্য কামনা করে বলছি— সকল মুসলিম মনীষীদেরসর্বসম্মতমতানুযায়ী চিকিৎসা গ্রহণ বৈধ। আর যে কোন মুসলিম ব্যক্তিরইঅধিকাররয়েছে যে, সে আভ্যন্তরীণ রোগের ডাক্তার কিংবা শৈল চিকিৎসকঅথবামানসিক রোগের ডাক্তার কিংবা অনুরূপ যে কারও কাছে যেতে পারে, যাতেতিনিতার রোগ-ব্যাধি চিহ্নিত করে চিকিৎসা শাস্ত্রে তার জ্ঞানঅনুযায়ীশরী‘আত কর্তৃক অনুমোদিত পথ্য দ্বারা তার চিকিৎসা করেন। কেননাএটাসাধারণ বৈধ পন্থাসমূহ অবলম্বনেরই অন্তর্গত। উপরন্তু এধরনেরপন্থাবলম্বন আল্লাহর উপর নির্ভরতার পরিপন্থী নয়। কারণ আল্লাহতা‘আলারোগ দিয়েছেন এবং সে রোগ নিরাময়ের ঔষধও বাতলে দিয়েছেন। যারজানার সেতা জেনেছে এবং যে জানে নি, এ পথ্য তার অজ্ঞাতই থেকে গেছে।অবশ্যআল্লাহ্‌ তা‘আলা বান্দার উপর হারাম করেছেন এমন কোন বস্তুকে তাররোগনিরাময়ের উপায় নির্ধারণ করেননি।
লম্বা হওয়ার প্রাকৃতিক উপায় 0.0.1
Nightsky
বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আপনি কতটুকু লম্বাহবেনতার ৮০% নির্ভর করে আপনার বংশের ওপর। তবে তার মানে এই নয় যেআপনারউচ্চতা বাড়াতে পারবেন না। ২৫ বছর পর্যন্ত আমাদের দৈহিক বৃদ্ধিহয়েথাকে। এই বয়স পর্যন্ত কিছু অভ্যাস ত্যাগ ও গ্রহণ করে উচ্চতাবাড়ানোযায়।অনেকেই মনে করেন যে, একটা বয়সের পর উচ্চতা বাড়ানো আর সম্ভব নয়।এটাখানিকটা সত্য হলেও সঠিক এক্সারসাইজ আপনার উচ্চতা কিছুটাবাড়াতেসাহায্য করবে। আসলে এক্সারসাইজ করলে শরীরে গ্রোথ হরমোন নিঃসৃতহয়,যা কার্টিলেজকে শক্ত করে ও হাড়ের ডেনসিটি বাড়ায়। এর ফলে আপনারউচ্চতাবাড়তে পারে। তবে আপনার উচ্চতা কতটা বাড়বে তা নির্ভর করবে শরীরেরগঠনেরওপর।চিকিৎসা বিজ্ঞানের ভাষায় উচ্চতা ভীতিকে বলে "অ্যাক্রফোবিয়াআপনার উচ্চতা বাড়ার মূল উপাদান হল একটি পদার্থ যা আমাদেরশরীরেরপ্রাকৃতিকভাবে সৃষ্ট এবং এটাকে বলা হয়: মানুষের গ্রোথ হরমোন।এটিএকটি হরমোন যে আপনার শরীরের উত্পাদন (ভালো টেসটোসটেরএবংইস্ট্রজেন)শুধু তাই নয় উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী -এইবায়োকেমিক্যাল রসূল যার মাধ্যমে আপনি লম্বা হন, এটি আপনারশরীরেরহাড় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এবং আপনার কোষ প্রয়োজনিও সেলগুলিকেদ্রুততর বিভক্ত করে। এটা 1920 এর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এবংএরউচ্চতা বৃদ্ধির উপকারিতা শুধুমাত্র সম্প্রতি আবিষ্কৃত হয়েছে।
ভূত তাড়ানোর ভৌতিক কৌশল 0.0.1
Nightsky
ডেইলি মেইলে প্রকাশিত ভূত তাড়ানোর ছবি ওভিডিওতেদেখা যায়, খোলা স্থানে চক দিয়ে আঁকা কয়েকটি চতুর্ভুজের ভেতরকয়েকনারীকে শোয়ানো হয়েছে। একটি চতুর্ভুজ থেকে এক নারী উঠে বসেছে।নারীরপেছনে বসে থাকা ব্যক্তি পেছন থেকে তার দিকে ধোঁয়া দিচ্ছে। মন্ত্রপড়তেপড়তে সামনে থেকে এগিয়ে আসে আরেক ব্যক্তি। ভূতের আছর পড়েছে দাবিকরানারী শরীর মুচড়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এবং মুখ দিয়ে রক্ত বেরিয়েআসে।একসময় মনে হয়, ওই নারী স্বাভাবিক হয়েছে।জ্বিন তাড়ানোর প্রশিক্ষন রপ্ত। , জ্বিন মানুষের ইচ্ছা শক্তিকেদখলকরে। মানুষের মুখ দিয়ে জ্বিন কথা বলে। তখন মানুষের চোখদিয়েজ্বিনেরা দেখে থাকে, মানুষের কান দিয়ে জ্বিন শুনে। জেনেরাখবে,জ্বিনে আক্রান্ত ব্যক্তি কখনও হ্যাঁচ্ছো দেয় না! দিতে পারে না।যদিকোনভাবে হ্যাঁচ্ছোটা বের করা যায় তাহলে চিকিৎসা ছাড়াইজ্বিনভূ-পৃষ্টে ...
সেক্স উত্তেজনা রয়েছেএমন খাবার 0.0.2
Nightsky
শরীরের বিভিন্ন পুষ্টি পূরণে আমরা প্রতিদিনইঅনেকধরনের খাবার খেয়ে থাকি কিন্তু সবাই জানি কি কোন ধরনের খাবারআমাদেরসেক্স বাড়াতে সক্ষম? সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলেরভারসাম্যঠিক থাকলে শরীরে এন্ড্রোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে।বিবাহিত জীবনে যৌনতায় ফিট থাকতে হলে আপনাকে দৈনন্দিন খাবারদাবারেরপ্রতি পূর্ণ মনোযোগী হতে হবে। কারণ মানুষ তাদের যৌন শক্তি লাভকরেথাকে তাদের খাবার দাবার থেকেই। সুখী দাম্পত্য জীবনের জন্যস্বামীস্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকরযৌনজীবন। অথচ প্রায়ই দেখা যায় যৌন সমস্যার কারনে সংসারে অশান্তিহয়,এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়। কিন্তু যৌন স্বাস্থ্যে সমস্যাথাকলেওবেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যৌন সমস্যা নিয়ে লজ্জায় কেউআলোচনাকরে না। যার ফলে মনে নানা প্রকার কুসংস্কার লুকিয়ে থাকার দরুনঅনেকইচিকিত্সা নিতে গিয়েও প্রতারণার শিকার হচ্ছেন।আমার প্রতিদিনই কত রকমের খাবার খেয়ে থাকি কিন্তু সবাই জানি কিকোনধরনের খাবার আমাদের সেক্স বাড়াতে সক্ষম? সাধারণত খাবারে ভিটামিনএবংমিনারেলের ভারসাম্য ঠিক থাকলে শরীরে এন্ড্রোক্রাইন সিস্টেমসক্রিয়থাকে। আর তা আপনার শরীরে এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরিহওয়ানিয়ন্ত্রণ করে। এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন সেক্সের ইচ্ছাএবংপারফরমেন্সের জন্য জরুরি। আপনি যৌন মিলনের মুডে আছেন কিনা তাঅনেকটাইনিয়ন্ত্রণ করে আপনার খাদ্য- খাবার। আসুন জেনে নিই এমন কয়েকটিদৈনন্দিনখাবারের সম্পর্কে যা আপনার শরীরে সেক্স পাওয়ার বাড়ায় বহুগুণ।আরো পড়ুন
৫মিনিটে সেক্স পাওয়ার হাউস তৈরী 0.0.1
Nightsky
যৌন ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকির থেকেরক্ষাপাওয়া যায়। .... যে খাদ্যে বীর্য ঘন করে; যে খাবারগুলোযৌনশক্তিবাড়ায়; যে সব খাবার পুরুষের স্পার্ম তৈরী; যৈন শকি কি ভাবেবারে;যোগ ব্যায়াম পুরুষ র সেক্স ক্ষমতা বারাই; যৌন ইসপাম; যৌনক্ষমতাবৃদ্ধির কার্যকর উপায়; যৌন খমতা কম; যৌন খমতা বারার সহজ উপায়;যৌনবাড়াবার .পুরুষের একটি প্রধান সমস্যা হল তার বীর্যের গুণগত মান। গুণগতমানঠিক থাকলে সে যত চেষ্টায় করুক না কেন তার থেকে ভাল সুস্থ সবলসন্তানআশা করা যায় না। পুরুষের বীর্যের মান কিভাবে বাড়ানো যায় এজন্যঅনেকেইইন্টারনেট এ সার্চ করে থাকেন। কিন্তু বাংলাতে বীর্যের মান উন্নতকরেএমন লেখা
মেয়েদের মন জয়ে সেক্স ট্টিপস 0.0.1
Nightsky
নারীমন যে বেজায় জটিল, সে নিয়ে অনেকআলোচনাহয়েছে। সেই “বেজায় জটিল” মনে যৌনতা কখন চাগাড় দেয়, জানতে ইচ্ছেহয়পুরুষের। চলুন জেনে নিই, কোন কোন মুহূর্তে নারীশরীর চায় আরওবেশিকিছুঝড়জলের দিনে আচমকা প্রেয়সীর সঙ্গে দেখা করে আসুন। মেঘলা এইদিনেপ্রেয়সীর মন এমনিতেই আপনার অপেক্ষায় থাকবে। তেমন মুহূর্তে কাছেটানতেইপারেন তাঁকে। বৃষ্টিভেজা পরিবেশ আপনাদের মিলনসুখকে আরও বেশিআনন্দেভরিয়ে তুলবে।দুজনেই কনফিডেন্ট থাকুন। আর অবশ্যই জেনে নিন আপনারপার্টনারযৌনাঙ্গের চারপাশের চুল পছন্দ করেন কি না। না করলে অবশ্যইক্লিন শেভডথাকুন। মেয়েরা হেয়ার রিমুভার ব্যবহার করতে পারেন।
লটারি জেতার মন্ত্র গুরু 0.0.1
Nightsky
গোটাটাই ভাগ্যের খেলা। কিন্তু লটারি খেলার আগেবাকাটার আগে কি কোনও বিজ্ঞানসম্মত পদ্ধতিই নেওয়া হয় না! লটারিজেতারকোনও গ্যারান্টি নেই, এটা ঠিক। ... এক্ষেত্রে একটা হিসেব দেওয়াযাকযে, ১৯৯৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোটামুটিভাবে দেখা গেছে যে,জেতালটারি সংখ্যার মধ্যে সবথেকে বেশি থাকে '১' সংখ্যাটা।জীবনে কতবার লটারি কিনেছেন, কখনো জেতেননি। তবু ভাগ্যপরিবর্তনেরআশায় আবার কিনেছেন। আসলে আমাদের সবারই প্রয়োজন টাকার।একসঙ্গে একটাবড় অঙ্কের টাকা.
কোন দুআতে কি কাজ করে 0.0.1
Nightsky
ইসলাম একটি পূর্ণাঙ্গ আদর্শের নাম। এআদর্শেরদুটো দিক রয়েছে। একটি হচ্ছে বিশ্বাস বা আকীদাগত দিক আর অন্যটিহচ্ছেআমল বা প্রয়োগগত দিক। প্রতিটি মানুষ তার মনের যে ধ্যান ধারণাপোষণকরে, যে আকীদা বিশ্বাস লালন করে বাস্তব বা আমলের ক্ষেত্রেতারইপ্রতিফলন ঘটে।অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের কোন কাজ সমাধা করতে গিয়েপ্রয়োজনেআল্লাহর কোন সৃষ্টি বা সৃষ্ট বস্তুকে মাধ্যম হিসেবে গ্রহণকরে কার্যসমাধা করা। ... এ আয়াতে وسيلة শব্দের ব্যাখ্যা কি তাআলোচনার পূর্বেআল কুরআনের কোন আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে যেমূলনীতিগুলো অনুসরণ করাদরকার তা উল্লেখ করা উচিতকেবল সৎ কর্মই আয়ু বৃদ্ধি করে এবং দুআ ব্যতীত অন্য কিছুতে তাকদীর রদহয়না। এবং নিশ্চয়ই একজন মানুষ একটি গুনাহ করার দ্বারা তার রিযকথেকেবঞ্ছিত হতে পারে!”। (1)
ইন্টারনেট ছাড়া ফেসবুক চালান 0.0.2
Nightsky
ইন্টারনেট ছাড়া বা কম গতির ইন্টারনেটেফেসবুকচালানোর জন্য 'অফলাইন মোড' চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ।ইন্টারনেট নাথাকলেও এখন ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের নিউজ ফিড পড়াও পোস্টেমন্তব্য করতে পারবেন। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরেজানানোহয়, কম গতির ইন্টারনেটে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, বিশেষকরেনিউজ ফিড আরও বেশি ..ইন্টারনেট ছাড়া বা কম গতির ইন্টারনেটে ফেসবুক চালানোর জন্য'অফলাইনমোড' চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ। ইন্টারনেট না থাকলেও এখনফেসবুকব্যবহারকারীরা ফেসবুকের নিউজ ফিড পড়া ও পোস্টে মন্তব্য করতেপারবেন।আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, কম গতিরইন্টারনেটেসামাজিক...
নামের প্রথম অক্ষরে ভাগ্য কি হয় 0.0.1
Nightsky
আপনার নামের প্রথম অক্ষর কী ভাবে আপনারব্যক্তিত্বকে প্রভাবিত করে জেনে নিন। ... A-- যদি কোনও মেয়ে বা ছেলেরনাম ইংরেজির A অক্ষর দিয়ে শুরু হয়, তা হলে এমন ব্যক্তি খুবই আকর্ষকহয়ে থাকেন।এমনকী নামের প্রথম অক্ষর থেকে আপনার স্বভাবও বেশ খানিকটা বোঝা যায়৷ইন্টারেস্টিং , তাই না? সত্যিই৷ ... A- এই অক্ষর দিয়ে যাদের নাম শুরুহয়, তারা সাধারণত খুব একটা রোমান্টিক নন৷ ব্যবসা ভালো বোঝেন৷ক্ষেত্রবিশেষে ধৈর্য্য কম থাকে আপনার৷তবে সঙ্গীর শারীরিক আকর্ষণ আপনারকাছে খুব ..
অনর্গল ইংরেজিতে কথা বলুন 0.0.1
Nightsky
ইংরেজি আমাদের জীবনের জন্য একটা অতিপ্রয়োজনীয়ভাষা হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকাল প্রতিনিয়ত ইংরেজীর মুখোমুখিহচ্ছি।যাই হোক, ইংরেজির প্রয়োজনীয়তা বলে বলে পোস্টটি অতিরিক্ত বড়করতেচাচ্ছি না। কারণ আপনারা জানেন কেন ইংরেজি শিখতে হবে আর তাই এইপোস্টটিপড়তে শুরু করেছেন।এবার তাহলে টিপস গুলো দেখে নেওয়া যাকঃআগে যা যা মনে মনে বাংলায় ভাবতেন তা ইংরেজিতে ভাবতে শুরু করেদিন।এখন কি করব, বন্ধুর সাথে কোথায় যাবো, সব কিছু ইংরেজিতে ভাবতেশুরুকরুন। এবার দেখবেন, আপনি আপনার ভাবনার অনেক শব্দের মানে জানেন না।তখনকি করবেন?এই জন্যইতো গুগল ট্রান্সেলেটর। তাছাড়াও আরও অনেক বাংলাঅভিধানইন্টারনেটে আছে। কিংবা ভালো কোন ডিকশনারী পিসিতে কিংবাস্মার্টফোনেইন্সটল দিয়ে রাখুন। এবার প্রয়োজনীয় বাংলা শব্দটির ইংরেজিজেনেনিন।
ছাত্র জীবনে টাকা আয়ের উৎস 0.0.2
Nightsky
ছাত্র জীবনে মরিয়া হয়ে টাকা আয় করার জন্যকেনছুটতে হবে আমার বোধগম্য নয়। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়ওঅনেকসুযোগ থাকা সত্ত্বেও ১/২ টার বেশি টিউশনি করতাম না। হালালউপায়পরিশ্রম না করে আমি টাকা আয় করতে কোন ভাবেই রাজি নই।প্রোগ্রামিংস্কিল নাই এই রকম অনেকেই আমার কাছে অনলাইনে কাজের ব্যাপারেসাহায্যেরজন্য বলেন, যখনই কাউকে কোন কিছু শিখার জন্য বলি আর খুঁজেপাওয়া যায়না। কারণ সবার ধারণা অনলাইনে কাজ করতে আবার পরিশ্রম করালাগে নাকি?পড়াশুনার পাশাপাশি আয় করব ভাল কথা তবে পড়াশুনার কোন অবস্থায় এসেতাশুরু করব ? আমরা সাধারণত পড়াশুনার ৪টি অবস্থা পার করে থাকি।প্রাথমিক,মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চতর শিক্ষা। প্রাথমিক মাধ্যমেপড়াশুনারসময় আয় করার কথা ভাবতে হয় না তবে তাদের কথা ভিন্ন যারাপ্রাথমিকেরগন্ডি পেরুবার আগেই কর্ম জীবন শুরু করেন। মাধ্যমিকে অনেকেইপড়াশুনারপাশাপাশি টিউশনি করান যা শুধুমাত্র নিজের পড়াশুনা চালিয়েনেয়ারউদ্দ্যেশ্যেই । উচ্চ মাধ্যমিক হল পড়াশুনার সবচেয়ে গুরুত্বপূর্ণআরসবচেয়ে সংক্ষিপ্ত সময়। এই অবস্থায় এসে কিছু করতে চাইলেও সময় ওসুযোগেরঅভাবে করা হয়ে উঠে না। তবে অনেকেই কিছু করার পরিকল্পনা নিয়েথাকেন এইসময়ে যা তারা পরবর্তীতে শুরু করবেন বলে সিদ্ধান্ত নিয়ে থাকেন।কাজেইমূলত বিশ্ববিদ্যালয়ে কাটানো সময়টাই হল আমার মতে কিছু একটা আয়শুরুকরার উত্তম সময়।
১ মিনিটে মোবাইলের সঠিক ব্যবহার 0.0.1
Nightsky
প্রথমেই একটা কথা বলে নেয়। যেসকল কোম্পানিকুইকচার্জার, ফাস্ট চার্জার বা টার্বো চার্জার তৈরি করে এবং বিক্রিকরেসেগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ সেই কুইক চার্জারটিস্যামসাংএর হোক বা অন্য কোনো কোম্পানির, সব চার্জার এ একই প্রযুক্তিব্যবহারকরা হয়। মনে করুন আপনি স্যামসাং এর ফোন ব্যবহার করছেন। কোনোকারনেআপনার চার্জারটি নষ্ট হয়ে গেলো, তারপর যে আপনাকে স্যামসাং এরইচার্জার কিনতে হবে তা না। আপনি আপনার ফোন এবং ব্যাটারির পাওয়ার এরউপরমিল রেখে যেকোনো চার্জার কিনতে পারেন। এতে আপনার ফোন এর বাফোনব্যাটারির কোনো সমস্যা হবে না।সে জন্যে এই পদ্ধতির সহায়ক হিসাবে A-GPS সিস্টেম ব্যবহার করাহয়যেটা কিনা আমাদের সঠিক অবস্থান নির্ণয়ে আশানুরূপ ফলাফল প্রদানকরে।তবে এ ক্ষেত্রে বলে রাখা ... কিন্তু যখন আপনি কিংবা আমি মোবাইলহাতেকোন বদ্ধ জায়গায় প্রবেশ করব তখন আমাদের হাতে থাকা মোবাইলেরGPSসিস্টেমটি কিন্তু আর সঠিক ভাবে কাজ করবে না। কেননা GPS ... এটিমূলত ১মিনিটে প্রায় ১২০০ ডাটা রেকর্ড করতে সক্ষম। রেডিও সিগন্যালের...
৩০ সেকেন্ডে ঘুম আসার সহজ উপাই 0.0.2
Nightsky
ঘুম নিয়ে মানুষের সমস্যার কোন কমতিনেই।বেশীরভাগ মানুষ সময়মত ঘুমাতে পারেন না। বিছানায় শোবার পরও ঘুমআসারকোন খবর থাকে না। যার ফলে দেখা যায় বিভিন্ন ধরণের শারীরিক ওমানসিকসমস্যা। যাই হোক, আমাদের সকলের পর্যাপ্ত পরিমাণ ও সময়মতঘুমেরপ্রয়োজন রয়েছে। এর জন্য কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলেইনিদ্রাজনিতসমস্যা দূর হতে পারে।৩০ সেকেন্ডে ঘুম আসার কার্যকরী ৫টি উপায় ... যা করবেন ·পুরুষলিঙ্গের সমস্যা ও ঘরোয়া সমাধান · আগুনে পোড়ার ৬টি প্রাথমিকচিকিৎসা· বয়স ধরে রাখতে যে ফলগুলো খাওয়া জরুরী · ঘাড় ও কোমরব্যথায়আধুনিক চিকিৎসা · নাক ডাকা কমানোর কিছু সহজ উপায় · গরমেরশুরুতেসুস্থ থাকবেন যেভাবে · কখন মেয়েদের যৌন চাহিদা খুব বেশিথাকে?
বিজ্ঞানের কিছু মজার তথ্য 0.0.3
Nightsky
আমাদের চারপাশেই বহু জিনিস আছে যাসাধারণভাবেদেখলে খুবই স্বাভাবিক মনে হতে পারে। তবে বিজ্ঞানের দৃষ্টিতেদেখলে এরমধ্যেই পাওয়া যাবে কিছু মজার তথ্য। এমনই কিছু তথ্য দেওয়াহলো।মানুষের ঘ্রাণশক্তি দিন দিন কমে যাচ্ছে !!!মানব দেহের কিছু মজার তথ্যস্বপ্ন সম্পর্কিত কিছু মজার তথ্যবৃষ্টির উপকারিতা বলে শেষ করা যাবেনা । প্রচণ্ড গরমে এক পশলাবৃষ্টিস্বস্তির পরশ বুলিয়ে দেয় ।আবার ফসল ফলানোর জন্য হাহাকার উঠেকৃষকেরমনে বৃষ্টির জন্য । কেমন হয় যদি কৃত্রিমভাবে করা যায়বৃষ্টিপাত ।ঠিক এই কথাই প্রথম ভেবেছিলেন মার্কিন বিজ্ঞানী ভিনসেন্টশায়েফার।তিনি বাতাসের জলীয়...
সহজে মনে রাখুন কে কিসের জনক 0.0.1
Nightsky
বিসিএস, বাংক জব,এডমিশান টেস্টইত্যাদিপ্রতিযোগিতা মূলক পরীক্ষা “math অংশে” কে কিসের জনক এ ধরনেরপ্রশ্নএসে থাকে।গানের ছন্দে মনে রাখুন important কয়েকজন জনক এবংতাদেরআবিষ্কার। পিথাগোরাসের সংখ্যাতত্ত্ব, চার্লস ব্যাবেজের গণনাইউক্লিডএর জ্যামিতি, নিউটন এর ক্যালকুলাস নাইবা করলাম বর্ণনা। হিপ্পারচাস এর...সবচেয়ে সহজে মনে রাখুন কে কিসের জনক(গণিত). বিসিএস,ব্যাংকজব,এডমিশান টেস্ট ইত্যাদি প্রতিযোগিতা মূলক পরীক্ষা “ম্যাথঅংশে” কেকিসের জনক এ ধরনের প্রশ্ন এসে থাকে।গানের ছন্দে মনে রাখুনimportantকয়েকজন জনকের নাম এবং তাদের আবিষ্কার। পিথাগোরাসেরসংখ্যাতত্ত্ব,চার্লস ব্যারেজের গণনা. ইউক্লিড এর জ্যামিতি, নিউটন এরক্যালকুলাসনাইবা ..
রাগ করি কেন 0.0.2
Nightsky
প্রত্যেক মানুষের মধ্যে রাগ করার প্রবনতালক্ষকরা যায়। তবে কারো কম,আবার কারো কিছুটা বেশি। রাগ নিয়ন্ত্রনকরারক্ষমতা যাদের আছে তারা অবশ্যই বুদ্ধিমান। চট করে রেগে যাওয়াভয়ানকবিপদের লক্ষন। আর তাতে ঘটে যেতে পারে বড় রকমের দূর্ঘটনা। যাবয়েবেড়াতে হতে পারে আজীবন। সাধারনত উঠতি বয়সের ছেলে-মেয়েদের রাগবেশিদেখা যায়। এর কারণ হতে পারে শারীরিক শক্তি বা সামর্থ্য। আমারধারনাযারা অপেক্ষাকৃত দূর্বল প্রকৃতির লোক তারা সাধারনত মনে হয়,অল্পতেরাগেন না। কথায় আছে - বুদ্ধিমান লোকেরা রাগ করে না। আমি এ কথায়সাথেএকমত পোষন করি। কারণ তারা রাগ করার পরিনতি সম্পর্কে জানেন।প্রচন্ডরাগ বা ক্ষোভ মানুষকে বুদ্ধিহীন করে তুলে। তখন তাদের হিতাহিতজ্ঞানথাকে না। আর এ অবস্থায় যে কেউ যে কোন দূর্ঘটনা ঘটাতে পারে।রাগের মাথায় মারামারি কাটাকাটি যা সম্ভব নয়, বুদ্ধি খাটিয়ে সহজেইসেকাজটি সম্ভব। তাহলে অযথা ঝুঁকির মধ্যে যাওয়ার দরকার কি !এক্ষেত্রেসড়ক দূর্ঘটনার একটি স্লোগান মনে পড়ে - " একটি দূর্ঘটনা, সারাজীবনেরকান্না"। এক্ষেত্রেও তাই। আপনি হটাৎ উত্তেজিত হয়ে কাউকে আঘাতকরলেনএবং লোকটি আহত হল, অথবা তার চেয়েও ভয়ানক কিছু একটা ঘটে গেল। যারজন্যআপনি কোন সময়ই প্রস্তুত ছিলেন না, তাই হয়ে গেল। অথবা আপনি যদিতারউল্টোটা ভাবেন তাহলেও একই অবস্থার সৃষ্টি হতে পারে।আপনি,আপনারপরিবার,আপনার আত্বীয় স্বজন সবাই বিপদে পড়ে গেল, সবখানে নেমেআসতে পারেবিষাদের কালো ছায়া।অতএব রাগকে আমাদের নিয়ন্ত্রন করতেই হবে। অন্তত নিজেকে ভাল রাখারজন্যহলেও। রাগের মাথায় আপনি কি করতে চাচ্ছেন এবং তার পরিনতি কি হতেপারে ?সে কথাটি দ্রুত চিন্তা করুন তাহলেই হয়ত রাগ নিয়ন্ত্রন সম্ভব।সবাই ভালথাকুন,সুস্থ্য থাকুন
মুহাম্মাদ (সঃ) এর ইতিহাস 0.0.2
Nightsky
তাঁর (স.) জীবন চরিত্র যেভাবে জন্ম থেকেওফাতপর্যন্ত লিপিবদ্ধ ও সংরক্ষিত আছে, পৃথিবীর অন্য কোন মহানব্যক্তিরজীবনী এভাবে লিপিবদ্ধ ও সংরক্ষিত হয়নি। কারো জীবন চরিত্র এতোভাষায়রচিত হয়নি এবং এতো বেশী পঠিত ও হয়নি। মানব ইতিহাসে তিনিযেবিস্ময়কর অবদান রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত তা অন্য কারোপক্ষেসম্ভব হবে না। তিনি জন্ম গ্রহণ করেন ৫৭০ খৃষ্টাব্দের ১২ইরবিউলআউয়াল, সোমবার সুব্হে সাদিকের সময়, আরবের মক্কা নগরীতে।হযরতমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবূওত প্রাপ্তির আগেইতাঁরকাওমের কাছে আল-আমীন বা বিশ্বস্ত হিসাবে খ্যাতি অর্জন করেন। যাছিলতাঁর ন্যায়নিষ্ঠা, সততা ও সত্যবাদিতার ফল। এসব ছাড়া ও তাঁরচরিত্রেছিল সমুদয় মানবীয় সদগুণের সমাবেশ; যেমন- করুনা, ক্ষমাশীলতা,বিনয়,সহিষ্ণুতা, সহমর্মিতা ও শান্তিবাদিতা। আধ্যাত্মিকতারসাথেকর্মব্যস্ততাও ছিল তার কাছে গুরুত্বপূর্ণ। তিনিই ইসলামের সর্বশেষওসর্বশ্রেষ্ঠ নবী, রহমাতুল্লিল আলামীন। হযরত মোহাম্মদসাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কানগরীর কুরাইশগোত্রের বনিহাশিম বংশে জন্মগ্রহণ করেন। প্রচলিত ধারনা মোতাবেক, উনার জন্ম৫৭০খৃস্টাব্দে। প্রখ্যাত ইতিহাসবেত্তা মন্টগোমারি ওয়াট তার পুস্তকে৫৭০সনই ব্যবহার করেছেন। তবে উনার প্রকৃত জন্মতারিখ বের করাবেশকষ্টসাধ্য। তাছাড়া মুহাম্মদ(সা.)নিজে কোনো মন্তব্য করেছেনবলেনির্ভরযোগ্য কোনো প্রমান পাওয়া যায়নি. এজন্যই এ নিয়েব্যাপকমতবিরোধ রয়েছে। এমনকি জন্মমাস নিয়েও ব্যপক মতবিরোধ পাওয়াযায় ।[৩] যেমন, এক বর্ণনা মতে, উনার জন্ম ৫৭১ সালের ২০ বা ২২ শেএপ্রিল।সাইয়েদ সোলাইমান নদভী, সালমান মনসুরপুরী এবং মোহাম্মদ পাশাফালাকিরগবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। তবে শেষোক্ত মতই ঐতিহাসিকদৃষ্টিকোণথেকে বেশী নির্ভরযোগ্য। যাই হোক, নবীর জন্মের বছরেই হস্তীযুদ্ধেরঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরশেরওয়ার সিংহাসনে আরোহনের ৪০বছরপূর্তি ছিল এ নিয়ে কারো মাঝে দ্বিমত নেই।