Top 1 Apps Similar to প্রতিদিনের কিছু জরুরী দোয়া

মানব জীবনে ঈমান ও আমল 0.0.1
Nightsky
আল্লাহ্‌কে এক বলে জানা, মানা, ঘোষণাকরাএবংআল্লাহ্‌র হুকুম মতো জীবন যাপন করা। কালেমা তাইয়্যেবারঘোষণাদিয়েঈমান আনতে হয়। ‘কালেমা তাইয়্যেবা’ মানে- ‘উত্তম ওপবিত্রবাক্য’।ইসলামের পবিত্র বাক্য বা মূল কথা হলো: لاَ اِلٰهَ اِلاَّاللهঅর্থ :‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।’ “ কালেমার ঘোষণা দিয়েইঈমানআনতে হয়।ঘোষণা দিতে হয় এভাবে :আমাদের মাথার উপর বিশাল সূর্য। মহাবিশ্বে রয়েছে এই সূর্যেরচাইতেবড়ছোট কোটি কোটি নক্ষত্র। রয়েছে গ্রহরাজি। আমাদের এইপৃথিবীওএকটিগ্রহ। এছাড়া রয়েছে অনেক উপগ্রহ। আমাদের রাতের আকাশে ভেসেউঠেমিষ্টিহাসির চাঁদ। এই চাঁদ একটি উপগ্রহ। “কে সৃষ্টি করেছেনএদেরসবাইকে?হ্যাঁ, এদের সবার যিনি স্রষ্টা, তিনিই আল্লাহ। তিনিই এদেরসঠিকনিয়মেএবং নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত করেন।কিন্তু সত্যি কথা বলতে তাদের এই ধারনা একেবারেই পথভ্রষ্টতা।এইভ্রান্তধারণার কারনেই ইহুদী-খ্রিষ্টানরা পথভ্রষ্ট এবং তার সাথেসাথেবর্তমানযুগের মুসলিমরা একেবারে পথভ্রষ্ট। আল্লাহ্‌র কাছে এইধরণেরধারণার কোনভিত্তি নেই। যে কেউ আল্লাহ্‌র প্রতি ঈমান আনবে এবংইবাদাত,সৎকর্মদ্বারা তার ঈমানের প্রমান দিবে সে ব্যক্তি আখিরাতেজান্নাতপাবে আরবাকিরা সব জাহান্নামে পতিত হবে।মহান আল্লাহ্‌ বলেছেনঃ “ওরা দাবী করে- ইহুদী অথবাখ্রিষ্টানব্যাতিতঅন্য কেউ জান্নাতে যাবে না। এটা ওদের নিছক মনেরবাসনামাত্র।আপনি(মুহাম্মাদ সাঃ) বলে দিন- তোমরা প্রমান আনায়ন কর,যদিতোমারাতোমাদের দাবীর ব্যাপারে সত্যবাদী হও”