hourglass_full Загружается, пожалуйста подождите...

Скачивание Bangla to Chakma Dictionary ( বাংলা - চাকমা )_Latest Version.apk - APk-DL

Если загрузка не началась, нажми сюда

Note: Download and save the apk file to your Android Phone's SD card and install it manually onto the Android device.

Описание

বুদ্ধ ধর্মশিক্ষা দিয়েছেন পালি ভাষায়। আর তা সংরক্ষিত আছেপালিত্রিপিটকে। আমি সেগুলো পড়তে চাই আমার মাতৃভাষা চাঙ্‌মা ভাষায়,বুঝতেওচাই সরাসরি চাঙ্‌মা ভাষায়, আর তা বলতেও চাই চাঙ্‌মা ভাষায়। আরতাই আমিওয়াম্পসার্ভার, নোটপ্যাড++ এবং পিএইচপির সাহায্যে নিজেই অনেককষ্ট করেএকটি কম্পিউটার প্রোগ্রাম বানিয়ে ষষ্ঠ সঙ্গায়নের সবগুলোগ্রন্থকেচাঙ্‌মা ভাষার অক্ষরে রূপান্তরিত করেছি। অর্থাৎ চাঙ্‌মাঅক্ষরে পালিত্রিপিটক এখন সুলভ। এখন সেগুলো স্টাডি করা এবং বুঝার পালা।তার জন্যপালি ভাষা শিখতে হবে, আমি তা শিখছি ভদন্ত করুণাবংশ ভান্তেরকাছ থেকে।কিন্তু তা হচ্ছে পালি থেকে বাংলা। আমি চাই সরাসরি চাঙ্‌মাভাষায়শিখতে। এই লক্ষ্যে চাঙ্‌মা ভাষায় একটি পালি ভাষা শিক্ষার বইদরকার, আরদরকার একটি পালি-চাঙ্‌মা ডিকশনারি। এগুলো এখনো কেউ বানায় নি।কেউ যদিএগিয়ে না আসে, তাহলে মনে হয় সেগুলো আমাকেই বানাতে হবে।পালি-চাঙ্‌মাডিকশনারির আগে দরকার একটি বাংলা-চাঙ্‌মা ডিকশনারি, আরবাংলা-চাঙ্‌মাডিকশনারির জন্য আগে দরকার একটি চাঙ্‌মা ডিকশনারি, যাসম্পূর্ণ চাঙ্‌মাঅক্ষরে, চাঙ্‌মা ভাষায়। কিন্তু এগুলোও কেউ এখনো বানায়নি। তাই মনেহচ্ছে আমাকেই যা করার করতে হবে। আমি তাই চাঙ্‌মা অক্ষরেচাঙ্‌মাডিকশনারি বানিয়েছি, আর এখন বাংলা-চাঙ্‌মা ডিকশনারির কাজসম্পূর্ণ হলো।এই কাজে আশাতীত সহযোগিতা করে আমাকে আজীবন ঋণী করেইছেড়েছেন ভদন্তবিমুক্তিসার ভিক্ষু এবং ভদন্ত বিমলজ্যোতি ভিক্ষু। তাদেরসহায়তা এজীবনেভোলার নয়। তবে আমিও খুব খেটেছি, তাই আমার পরিশ্রমটাওখাটো করে দেখাযাবে না! আশা করি সবাই মিলে আমরা যা করেছি, তাপালি-চাঙ্‌মা ডিকশনারিলেখার কাজে নিশ্চয়ই কিছু না কিছু কাজে দেবে।জ্ঞানশান্ত ভিক্ষুুতারিখ: ১৫/০৭/২০১৪ ইং